CCNA + MTCNA + CCTV + Technical

CCNA + MTCNA + CCTV + Technical Support

Img

মোট ক্লাস : ৩৬ টি

Img

কোর্সের মেয়াদ : ৩ মাস ( সপ্তাহে ৩ দিন )

Img

প্রজেক্ট = ১৫+

Overview

বর্তমানে পৃথিবীতে তথ্য প্রযুক্তি (আইটি) যে পেশাগুলো মানুষের পছন্দের তালিকার শীর্ষস্থান দখল করে রয়েছে সেগুলোর মধ্যে নেটওয়ার্কিং অন্যতম। এ যুগ অনেকটাই যোগাযোগ ও তথ্য প্রযুক্তির ওপর নির্ভরশীল। সফল ও নিশ্চিত ক্যারিয়ার গড়ে তোলার জন্য এ পেশা অত্যন্ত উপযোগী।

এসকল ইঞ্জিনিয়াররা কোনও সংস্থার আইটি সাপোর্ট টিমের একজন হিসাবে বা বাহ্যিকভাবে কোন আউটসোর্স আইটি নেটওয়ার্কিং কনসালটেন্সি ফার্মেও কাজ করতে পারে।


এই কোর্সে যা শিখানো হবে

  • সিসকো- CCNA Training
  • মাইক্রোটিক - MTCNA Training6
  • সিসিটিভি - CCTV
  • আইটি সাপোর্ট টেকনিশিয়ান - IT Support
  • HARDWARE FUNDAMENTALS
  • OPERATING SYSTEMS-OS
  • SOFTWARE TROUBLESHOOTINGT
  • NETWORKING -Explain types of networks and connections including TCP/IP, WIFI and SOHO
  • TROUBLESHOOTING -Troubleshoot real-world device and network issues quickly and efficiently
  • SECURITY - Identify and protect against security vulnerabilities for devices and their network connections
  • VIRTUALIZATION & CLOUD COMPUTING -Compare & contrast cloud computing concepts & set up client-side virtualization
  • OPERATIONAL PROCEDURES -Follow best practices for safety, environmental impacts, and communication and professionalism

এই কোর্সে আমরা রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট তৈরি করব, যা আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে
এবং জটিল সব কাজ সম্পন্ন করতে আপনাকে সহায়তা করবে, সেই সাথে চাকুরিতে আপনার আস্থা বজায় রাখতে সাহায্য করবে।

কেন আমাদের কাছে কাজ শিখবেন
  • হাতে কলমে প্র্যাক্টিক্যাল প্রজেক্টস করানো হয় এবং প্রতিটি ক্লাসে এসাইন্মেন্ট দেওয়া হয়
  • সব ক্লাস সমূহের রেকর্ডেট ভিডিও দেওয়া হয়।
  • ক্লাস পিডিএফ এন্ড স্লাইড দেওয়া হয়।
  • সরাসরি মেন্টরিং সাপোর্ট ছাড়াও এই কোর্স থেকে পাবেন আরো অনেক কিছু!
  • অনলাইন ভেরিফায়েড সার্টিফিকেট প্রদান।
  • লাইফ টাইম কোর্স ফ্রি ফ্যাসিলিটি থাকছে।
  • অফিস ফ্রি টাইম ল্যাব প্র্যাক্টিস করতে পারবেন।
  • অনলাইন ও অফলাইন ক্লাস করা যায়।
  • জব প্লেসমেন্ট ও ইন্টার্নশিপ এর ব্যবস্থা।
  • ইন্টারভিউ ও জব প্রিপারেশন করানো হয়।
বাড়তি সুযোগ-সুবিধা
  • আমাদের নিজস্ব হোস্টেল ছেলে মেয়ের থাকাখাওয়া সুব্যবস্থা আছে।
  • আমাদের রয়েছে অনলাইন ও অফলাইনে কোর্স করার সুব্যবস্থা।
  • জব প্লেসমেন্ট ও ইন্টার্নশিপ এর ব্যবস্থা আছে।
  • আজই রেজিস্ট্রেশন করে আপনার ডিস্কাউন্ট অফারটি নিশ্চিত করুন।
সরাসরি যোগাযোগ

ঠিকানা : E-Learning & Earning Ltd, 4th Floor, Khaja Super Market, kallyanpur Bus Stand, Shyamoli,Dhaka-1207

Student Feedback - E-Learning & Earning Ltd

আমি মো: নাহান, ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক্স ডিজাইন কোর্সের (ব্যাচ ৮বি) ছাত্র হিসেবে ই-লার্নিং-এ যে অভিজ্ঞতা অর্জন করেছি, তা সত্যিই অতুলনীয়। এখানে আমি যে কাজ শিখেছি, তা অন্য কোনো আইটি প্রতিষ্ঠানে এত সুন্দরভাবে শেখানো হয় না। ই-লার্নিং-এর প্রশিক্ষকদের দিকনির্দেশনা এবং ল্যাবের পরিবেশ আমাকে শুধু দক্ষতা অর্জনই নয়, নিজের আত্মবিশ্বাসও বাড়াতে সহায়তা করেছে। এখানের অনন্য পদ্ধতিতে শেখার সুযোগ, যা শুধু তাত্ত্বিক নয়, বাস্তব কাজের জন্যও প্রস্তুত করে। আমি ই-লার্নিং-কে ধন্যবাদ জানাই, এমন একটি শিক্ষণীয় পরিবেশ তৈরি করার জন্য যা আমাকে আমার পেশাগত জীবনে নতুন দিগন্ত উন্মোচন করতে সাহায্য করেছে। ই-লার্নিং-এর মাধ্যমে আমি যা শিখেছি, তা আমাকে প্রতিদিন আরও ভালো করে কাজ করতে উৎসাহিত করে।

আমি রাকিবুল হাসান, ই-লার্নিং এন্ড আর্নিং-এর সিপিএ মার্কেটিং ২৬৬তম ব্যাচের শিক্ষার্থী। আমার মেন্টর নাঈম স্যার-এর দিকনির্দেশনায় আমি আজ সিপিএ মার্কেটিং থেকে আয় করতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ! বর্তমানে আমার দুইটি সিপিএ অ্যাকাউন্ট রয়েছে, এবং এখন আমি প্রতিদিন ১০ ডলারের বেশি ইনকাম করছি। ইতোমধ্যে আমি ১৭০ ডলারেরও বেশি উপার্জন করেছি, যা আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য এক বিশাল অর্জন। এই অসাধারণ সুযোগ ও দিকনির্দেশনার জন্য ই-লার্নিং এন্ড আর্নিং-কে আন্তরিক ধন্যবাদ। যারা ফ্রিল্যান্সিং ও অনলাইন ইনকামের পথ খুঁজছেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি দারুণ প্ল্যাটফর্ম।

আমি রাকিব আল ফাহাদ, সিপিএ মার্কেটিং ২৬৮তম ব্যাচের শিক্ষার্থী। আলহামদুলিল্লাহ! প্রশিক্ষণ চলাকালীনই আমি এডব্লুমিডিয়াতে সিপিএ নেটওয়ার্কে ইনকাম শুরু করেছি এবং এটি এখন ধারাবাহিকভাবে বাড়ছে। আমার সম্মানিত মেন্টর নাঈম মীর স্যার-এর অসাধারণ গাইডলাইনের জন্য আমি কৃতজ্ঞ। বর্তমানে আমি প্রতিদিন ৫ ডলারের বেশি ইনকাম করছি, যা আমার ক্যারিয়ারের জন্য বিশাল অনুপ্রেরণা। ই-লার্নিং এন্ড আর্নিং-কে আন্তরিক ধন্যবাদ, যারা আমাদের মতো নতুনদের দক্ষতা বৃদ্ধির সুযোগ করে দিচ্ছে এবং ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সফল হতে সাহায্য করছে।

আলহামদুলিল্লাহ! আমি মোঃ শাখাওয়াত হোসেন রাব্বী। ডিজিটাল মার্কেট ব্যাচ নাম্বার ৩২। মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ আমি একজন ফ্রিল্যান্সার হিসেবে আমার প্রথম অর্ডার সম্পন্ন করতে সক্ষম হয়েছি। কেবলমাত্র ২ মাসের ট্রেনিংয়ের মধ্যেই এই সাফল্য অর্জন করলাম, যা আমার জন্য এক বিরাট অর্জন। আমার টোটাল আর্নিং প্রায় ১০০ ডলার । বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ট্রেইনার অনয় পাল স্যার-কে, যিনি তাঁর অমূল্য নির্দেশনা এবং পরামর্শের মাধ্যমে আমাকে পথ দেখিয়েছেন। এছাড়াও, আমি ধন্যবাদ জানাই ই-লার্নিং অ্যান্ড আর্নিং-কে, যাদের মাধ্যমে এই অসাধারণ সুযোগটি পেয়েছি। এটা শুধুমাত্র শুরু, এবং আমি আগামীর পথে আরও অনেক কিছু অর্জন করতে চাই!

২০২৪ সালের শেষের দিকে আমি "ই লার্নিং এন্ড আর্নিং" এ ডিজিটাল মার্কেটিং এর উপর অনয় চন্দ্র পাল স্যারের তত্বাবধানে ৩ মাসের প্রশিক্ষণ গ্রহণ করি৷ সেখান থেকে প্রশিক্ষণ চলাকালীন সময়ে আমি আউট অফ মার্কেটপ্লেস থেকে ১৫ ডলারের একটা অর্ডার পাই। পরবর্তীতে প্রশিক্ষণ শেষে বিভিন্ন মার্কেটপ্লেস থেকে আমি আরো প্রায় এখন পর্যন্ত 750+ ডলার আর্ণ করেছি। এখন ফাইভারে আমার ১ টি অর্ডার , এসইওক্লার্ক এ আমার 2 টি অর্ডার রানিং আছে।

২০২৪ সালের শেষের দিকে আমি "ই লার্নিং এন্ড আর্নিং" এ ডিজিটাল মার্কেটিং এর উপর অনয় চন্দ্র পাল স্যারের তত্বাবধানে ৩ মাসের প্রশিক্ষণ গ্রহণ করি৷ সেখান থেকে প্রশিক্ষণ চলাকালীন সময়ে আমি আউট অফ মার্কেটপ্লেস থেকে ১৫ ডলারের একটা অর্ডার পাই। পরবর্তীতে প্রশিক্ষণ শেষে বিভিন্ন মার্কেটপ্লেস থেকে আমি আরো প্রায় এখন পর্যন্ত ৬০০+ ডলার আর্ণ করেছি। এখন ফাইভারে আমার ১ টি অর্ডার ও এসইওক্লার্ক এ আমার ২ টি অর্ডার রানিং আছে।

" ২০২৪ এর শেষের দিকে আমি ই লার্নিং এন্ড আর্নিং থেকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে আমি কর্মসংস্থানের সুযোগ পাই। ডিজিটাল মার্কেটিং এর উপর আমি তিন মাসের প্রশিক্ষণ গ্রহণ করি।আমার ট্রেনার ছিলো অনয় চন্দ্র পাল। আমি প্রথম কাজ পাই আউট সাইড মার্কেট থেকে যা ছিলো প্রায় ৭০ ডলারের। এখন পর্যন্ত আমি প্রায় ১৮০০+ ডলার ইনকাম করেছি। বর্তমানে আমার দুইটা অর্ডার রানিং চলছে।

Assalamualikum আমি জামিলুর রহমান জিতু. E-learning &earning Ltd-Dhaka ব্যাঞ্চ ডিজিটাল মার্কেটিং পেইড ব্যাচ-২২ স্টুডেন্ট আমি. আমি প্রায় ৪০০০ হাজার ডলার ইনকাম করেছি মার্কেটপ্লেস থেকে. আমার শিক্ষক Anoy Chandra Pal স্যার কে ধন্যবাদ দিয়ে ছোট করবো না তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি. স্যার জন্য দোয়া ও ভালোবাসা থাকবে সব সময়

আমি ই-লার্নিং-এ ডিজিটাল মার্কেটিং কোর্স (ব্যাচ ৩৪) সম্পন্ন করেছি এবং এটি ছিল সত্যিই দারুণ অভিজ্ঞতা। এখানের প্রশিক্ষণ পদ্ধতি, ল্যাবের পরিবেশ এবং শিক্ষকদের নির্দেশনা আমাকে অসাধারণ দক্ষতা অর্জনে সহায়তা করেছে। অন্যান্য আইটি প্রতিষ্ঠান যেখানে শুধু তাত্ত্বিক জ্ঞান দেয়, সেখানে ই-লার্নিং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখায়। এই প্রতিষ্ঠানের সিস্টেমেটিক প্রশিক্ষণ আমাকে আত্মবিশ্বাসী করে তুলেছে। আমি কৃতজ্ঞ ই-লার্নিং-এর প্রতি, যারা এমন একটি গাইডলাইন ভিত্তিক শিক্ষার সুযোগ তৈরি করেছে। নতুনদের জন্য এটি নিঃসন্দেহে সেরা প্ল্যাটফর্ম!

ফ্রিল্যান্সিং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বেকারত্ব দূর করার লক্ষ্য নিয়ে ই-লার্নিং এন্ড আর্নিং কাজ করে যাচ্ছে। আমি গর্বিত যে, এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমার ক্যারিয়ারে একটি নতুন দিগন্তের সূচনা হয়েছে। আমি গুগল অ্যাডসেন্স ও অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ৩২৪ নম্বর ব্যাচের শিক্ষার্থী, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, এই প্রশিক্ষণ আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে নতুন সফলতার দুয়ার খুলে দেবে, ইনশাআল্লাহ। বিশেষ কৃতজ্ঞতা জানাই আমার সম্মানিত ট্রেইনার আইনুল বারি স্যারকে, যাঁর দিকনির্দেশনায় আমি এই পথচলায় আত্মবিশ্বাসী হতে পেরেছি। পাশাপাশি, আন্তরিক ধন্যবাদ জানাই আমার প্রিয় প্রতিষ্ঠান ই-লার্নিং এন্ড আর্নিং-কে, যারা আমাদের মতো তরুণদের দক্ষতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Why Choose Us

Why We Are The Best

Img

Job Placement Facility

Img

Review Class

Img

Skilled Trainer And Supporting

Img

Practice Lab Support

Img

Available Office & Training Space

Img

Best Training Centerg

Img