Testimonials


তামান্না আক্তার

সুনামগঞ্জ

২০২৩ সালে ইলনিং এন্ড আর্নিং লি থেকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ পাই। সেখানে আমি তিন মাস ফ্রিল্যান্সিং শিখি। আমি অনেক কিছু শিখছি এবং আমার স্কিল আরো উন্নত করছি। আমি ডিজাইনের উপর ফাইবার মার্কেট প্লেসে ৪০ ডলারের কাজ পাই। আমি মোট ১৬০০ ডলার আর্ন করতে সক্ষম হয়েছি বর্তমানে আমার দুইটা কাজ আছে।

মো: ফরিদ সরদার

রাজবাড়ি

অসংখ্য ধন্যবাদ জানাই যুব ওক্রীয়া মন্ত্রণালয় এবং ই-ল্যার্নিং এন্ড আর্নিং ও আমার প্রান প্রিয় প্রশিক্ষকদের প্রতি কৃজ্ঞতা জানাই। আমি এইখান থেকে ট্রেনিং করার আগে বেকার ছিলাম, এখান থেকে ট্রেনিং করে আমি দেশি ও বৈদেশিক অর্থ উপাজন করছি ।

রুবাইয়াত নওরিন

সিলেট

এই শিক্ষা নিয়ে আমি অনেক বেশি উপকৃত হচ্ছি। আর এই জায়গা থেকে সফল হতে আরো নিজের প্রতি আত্মবিশ্বাসী হয়ে গেছে।

শাফিন আহমেদ

রাজশাহী

বেকারত্ব দূরীকরনে এটি দক্ষতা বৃদ্ধির জন্য অসাধারণ প্রশিক্ষন ব্যাবস্থা । আমি আশাবাদী আমার ফ্রিল্যানসিং ক্যারিয়ার আরও সাফল্যমন্ডিত হবে আর আমি ধন্যবাদ জানাতে চাই যার হাত ধরে আমার এই সফলতা প্রিয় শিক্ষক মিজানুর রহমান স্যারকে।আরও ধন্যবাদ জানায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, যুব উন্নয়ন এবং ই-লার্নিং এন্ড আর্নিং লি. কে।

জাহিদুল ইসলাম

শরিয়তপুর

আমি মোঃ জাহিদুল ইসলাম । আমি যুব মন্ত্রাণালয় এর অধীনে ল্যার্নিং এন্ড আর্নিং লিমিটেড পরিচালনায় শিক্ষিত কর্মপ্রত্যাশি যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প আওতায় ডিজিটাল মার্কেটিং কোর্সটি করে ফ্রিল্যান্সিং জগতে নিজের জন্য একটা জায়গা করে নিয়েছি । আমি কোর্স থেকে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে সফল হয়েছি। আমি এস সি ও ক্লাল মার্কেটপ্লেস থেকে ব্যাকলিংকের উপর মোট ৬২+ ডলার আর্নিং করেছি। আশা করি আরো আর্নিং করতে পারবো। ধন্যবাদ জানাই ই-ল্যার্নিং এন্ড আর্নিং কে এবং ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

ইয়াছিন আলি

রাজশাহী

এই প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেয়ার আগে ফ্রিল্যান্সিং সম্পর্কে আমার কোনো ধারনাই ছিলো না, এই প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেয়ার পরে আমি ইনকাম করতে সফল হয়েছি। আশা করছি আগামীতে আরো ভালো কিছু করবো ইনশাআল্লাহ।

সাবরিনা আক্তার

ঠাকুরগাঁও

আসসালামু আলাইকুম আমার নাম সাবরিনা আক্তার। আমি ঠাকুরগাঁও ব্রাঞ্চের দ্বিতীয় ব্যাচের একজন শিক্ষার্থী ছিলাম। ই-ল্যার্নিং এন্ড আর্নিং থেকে তিন মাসের একটি কোর্স সম্পন্ন করি।কোর্সটি চলমান থাকা কালীন আমি ইন্টার ন্যাশনাল মার্কেট প্লেস ফাইভার এর মাধ্যমে প্রথম কাজ পেয়ে থাকি।শিক্ষকেদের সহযোগিতায় কাজটি কমপ্লিট করে দিয়ে আমার প্রথম earning process শুরু করি।এরপর ইন্টার ন্যাশনাল মার্কেট প্লেস থেকে আবার বেশ কিছু কাজ পাই এবং সম্পন্ন করে ইনকাম করি। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী এবং ঠাকুরগাঁও ব্রাঞ্চের সকলকে।যাদের জন্য আজ আমার এই সফলতা।

মো: শামিম হাসান

আগে ইচ্ছে থাকলেও এমন ভাবে করতে পারতাম না এই প্রশিক্ষনটি দিয়ে ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারছি এবং ইনকাম করতে পারছি। লোকাল মার্কেট থেকে ফেসবুক পেজ এর এড চালিয়ে আমি মাসে অনুমানিক ১৫ থেকে ২০ হাজার টাকা উপার্যন করছি ঘরে বসে।

চাঁদনী আক্তার

ঠাকুরগাঁও

আসসালামু আলাইকুম আমার নাম চাঁদনী আক্তার। আমি ঠাকুরগাঁও ব্রাঞ্চের প্রথম ব্যাচের একজন শিক্ষার্থী ছিলাম। ই-ল্যার্নিং এন্ড আর্নিং থেকে তিন মাসের একটি কোর্স সম্পন্ন করি।কোর্সটি চলমান থাকা কালীন আমি লোকাল মার্কেটিং এর মাধ্যমে প্রথম কাজ পেয়ে থাকি।শিক্ষকেদের সহযোগিতায় কাজটি কমপ্লিট করে দিয়ে আমার প্রথম earning process শুরু করি।এরপর লোকাল মার্কেটিং আবার বেশ কিছু কাজ পাই এবং সম্পন্ন করে ইনকাম করি। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী এবং ঠাকুরগাঁও ব্রাঞ্চের সকলকে।যাদের জন্য আজ আমার এই সফলতা।

জাকারুল ইসলাম

শেরপুর

শিক্ষিত কর্ম প্রত্যাশি যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষনের মাধ্যমে কর্ম সংস্থান সৃষ্টি প্রকল্পের একজন শিক্ষার্থী। আমি আন্তরিক ধন্যবাদ জানাই ই লার্নিং এন্ড আর্নিং কে আজকে আমাকে সফলতার পথ দেখানোর জন্য আমি এখান থেকে ৩ মাসের কোর্স করে নিজেকে স্বাবলম্বী করতে পেরে খুবই আনন্দিত।

সাজ্জাদ হোসেন

রাজবাড়ি

অনেক দিন ধরেই নিজে কিছু করার চেষ্টা করছিলাম এবং ফ্রিল্যান্সিং করার ইচ্ছা আগে থেকেই ছিলো কিন্তু সঠিক কোনো গাইডলাইন পাচ্ছিলাম না। অনালাইনের মাধ্যমেই জানতে পারলাম আমার নিজের জেলাতেই ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড এর রাজবাড়ী ব্রাঞ্চের কথা। যেখানে যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের অধীনে "শিক্ষিত কর্ম প্রত্যাশিত যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প" শুরু হয়েছে এবং এর অধীনে প্রশিক্ষণ নেয়া শুরু করলাম। প্রশিক্ষণ চলাকালীন ফাইবার মার্টেকপ্লেসে ১০ ডলারের একটি কাজ পাই এবং তা ৫ স্টার রেটিং সহ যথা যথ ভাবে সম্পন্ন করি। এছাড়াও আমি মার্কেটপ্লেসর বাইরে অনেক কাজ করেছি পরিশেষে আমি ইলার্নিং এন্ড আর্নিং এর শুভ কামনা করছি।

মোঃ শাহাদাত হোসাইন

শরিয়তপুর

আমি মোঃ শাহাদাত হোসাইন । আমি যুব মন্ত্রাণালয় এর অধীনে ল্যার্নিং এন্ড আর্নিং লিমিটেড পরিচালনায় শিক্ষিত কর্মপ্রত্যাশি যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প আওতায় ডিজিটাল মার্কেটিং কোর্সটি করে ফ্রিল্যান্সিং জগতে নিজের জন্য একটা জায়গা করে নিয়েছি । আমি কোর্স থেকে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে সফল হয়েছি। আমি এস সি ও ক্লাল মার্কেটপ্লেস থেকে ব্যাকলিংকের উপর মোট ১০+ ডলার আর্নিং করেছি। আশা করি আরো আর্নিং করতে পারবো। ধন্যবাদ জানাই ই-ল্যার্নিং এন্ড আর্নিং কে এবং ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

মো: মাহাবুব আলম

ভোলা

আলহামদুলিল্লাহ্ এই কোর্স করে আমি উপকৃত হইয়াছে । স্যাররা আমাদেরকে খুব সুন্দর করে শিখিয়েছেন । আমি মনে করি এই কোর্স করে আমার বেকার সমস্যা দুর হইয়াছে এবং আমি সর্বোপরি কৃতজ্ঞতা জানাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ গণমানিয়ন সফল জননেত্রী শেখ হাসিনা কে আমাদের বেকারদের জন্য সুন্দর একটি প্লাফর্ম প্রদানের জন্য।

এম.ডি. রুবেল গাজী

উলপুর, গোপালগঞ্জ

ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এবং যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের অধিনে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চলাকালীন আমি ইউটিউব ঝঊঙ মাধ্যমে ১৫$ উপার্জন করতে পারি। এই কোর্সটি সম্পুর্ন বিনামূল্যে করতে পেরে আমি অনেক সন্তুষ্ট। তাই এই সুযোগটি করে দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই।

সুজন বিস্বাশ

নড়াইল

এই প্রশিক্ষণ আমার দক্ষতা, জ্ঞান এবং আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করেছে। এই প্রশিক্ষণের মাধ্যমে, আমি শিখেছি এবং বুঝতে পেরেছি যে ধৈর্য, আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছানোর চাবিকাঠি। আমার সাফল্যের পেছনে আমার শিক্ষকদের অবদান অমূল্য। তাদের নির্দেশনা সবসময় বন্ধুত্বপূর্ণ এবং সহায়ক ছিল। শিক্ষকরা আমাদের নিজেদের সন্তানদের মতোই শিক্ষা দিয়েছেন। আর আজ আমি যা কিছু অর্জন করেছি, তা শুধু তাদের সহযোগিতার জন্যই অর্জন করেছি।

জাকিয়া সুলতানা

ঠাকুরগাঁও

আসসালামু আলাইকুম আমি জাকিয়া সুলতানা জুই । আমি ঠাকুরগাঁও ব্রাঞ্চের প্রথম ব্যাচের একজন শিক্ষার্থী ছিলাম। ই-ল্যার্নিং এন্ড আর্নিং থেকে তিন মাসের একটি কোর্স সম্পন্ন করি।কোর্সটি চলমান থাকা কালীন আমি লোকাল মার্কেটিং এর মাধ্যমে প্রথম কাজ পাই এবং শিক্ষকদের সহযোগিতায় কাজটি কমপ্লিট করে দিয়ে আমার প্রথম earning process শুরু করি।এরপর লোকাল মার্কেটিং এ আরো বেশ কিছু কাজ পাই এবং সম্পন্ন করে ইনকাম করি। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী এবং ঠাকুরগাঁও ব্রাঞ্চের সাথে জড়িত সকলকে।যাদের অসামান্য সহযোগিতায় আমি আত্মসাবলম্বী হয়ে উঠতে পেরেছি।

নুরন্নাহার রাবিয়া

রাজশাহী

সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ .এই প্রকল্পের সাথে সংযুক্ত সকলকে ধন্যবাদ .আমাদের বেসিক থেকে শেখানোর জন্য আমি আমাদের পরামর্শদাতাদের কাছে কৃতজ্ঞ .আমার জন্য প্রার্থনা করুন .ধন্যবাদ।

মিজানুর রহমান

রাজশাহী

আমার গৃহশিক্ষক (মাসুম স্যার ও মিজান স্যার) প্রদত্ত প্রশিক্ষণে আমি খুবই খুশি। যদিও আমি উপার্জন করেছি কিন্তু আমার প্রিয় শখ ইংরেজি শেখানো এবং ঝঊঙ+ঝগগ শেখা। ইংরেজি শিক্ষক হওয়ার সুযোগ পেলে আমি খুশি হব।