Testimonials


রুম্মান ফেরদৌস

Student

আমি সোশ্যাল পলিটেকনিক ইনস্টিটিউট, ঠাকুরগাঁও জেলা থেকে "ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড" এ ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট শেষ করেছি। এটি শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট এর জন্যই নয়, এটি দেশের সর্ববৃহৎ আইটি এন্ড ল্যাক্সগুয়েজ পার্ক । আমি এখানে এসে অনেক কিছু শিখতে পেরেছি যা আমি আগে জানতাম না। এছাড়া এখানকার শিক্ষকরা অমায়িক ও স্নেহশীল। এখানে আমরা খুব স্বল্প খরচের মধ্যে থাকা-খাওয়ার সুব্যবস্থা পেয়েছিলাম । আমাদের যে ছোট ভাই-বোনেরা রয়েছে.. এর পরবর্তীতে যারা ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট এর জন্য চিন্তা-ভাবনা করেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, তারা এখানে একবার হলেও যেন এসে ভিজিট করে যায়। আমি আশা করবো এতে তারা উপকৃত হবে। আমি এই প্রতিষ্ঠানের এবং সবার মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।

আজমির হোসেন

আমি বগুড়া "TMSS Technical Institute" থেকে "e-Learning and Earning Ltd." এ ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট করার জন্য এসেছিলাম । আমি প্রথমে ভেবেছিলাম, নতুন প্রতিষ্ঠান! এখানে কি ভালো শিক্ষক পাবো আমি? আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল আমি এখানে এসে দেশের সর্ব সেরা, স্বর্ণপদক প্রাপ্ত ট্রেইনারতদেরকে পাই। আমি এই প্রতিষ্ঠান থেকে যা শিখতে পেরেছি যা এখানে আসার আগে চিন্তা-ভাবনাও করিনি। বাংলাদেশে বর্তমান অবস্থায় ১৮ লাখেরও বেশি বেকার আছে, শিক্ষিত বেকারতদেরকে এমনভাবে ট্রেনিং করানো হয় যেন, আমাদেরকে আর বেকার না থাকতে হয়। এখানে এসে আমরা অনেক ভালো কিছু শিখতে পেরেছি, বাস্তব কিছু কাজ শিখতে পেরেছি যাতে আমাদের বেকার জীবন না থাকে, কিছু করতে পারি। এছাড়া আমার মনে হয়েছে এখানে আমাদের ছোট ভাইদেরকে পাঠানো দরকার কিছু শেখানোর জন্য। এখানকার শিক্ষকরা অত্যন্ত নম্র-ভদ্র আন্তরিক ও স্নেহশীল। আমি চাই এই প্রতিষ্ঠানটি আরো বড় হোক, আমি অবশ্যই এই প্রতিষ্ঠানের ভালো এবং দীর্ঘায়ু কামনা করি। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম।

আয়েশা সিদ্দিকা

বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম..
আমি আয়েশা সিদ্দিকা সাথী লক্ষীপুর পলিটেকনিক থেকে এসেছি "ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড" এ ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট করার জন্য। এখানে না আসলে আমি বুঝতেও পারতাম না যে এরকম আইটি সেক্টর আছে এখানে আসার পর আমি অনেক কিছু শিখেছি এবং জেনেছি। কলেজে ৩/৪ বছর থাকার পরও আমি কিছুই পারতাম না গ্রাফিক্স এর কিন্তু এখানে আসার পর থেকে আমি যা পারি সব এখান থেকে শিখেছি। এখানে আসার পর থেকে আরও আমি ধন্যবাদ জানাই আমাদের ই.ডি. স্যারকে। উনি একজন মোটিভেশনও স্পিকার, উনার মূল্যবান কথাগুলো শুনে নিজেকে মোটিভেট করতে পেরেছি।আর এখানকার সকল স্যারদের ব্যবহারও খুবই ভালো উনাদের প্রতি আমরা সবসময় কৃতজ্ঞ থাকবো। এরকম সুন্দর ব্যবহার আমরা কোথাও পাইনি
এবং সবার মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি।
ধন্যবাদ সবাইকে।

মোঃ নূর উদ্দিন

আমার নাম মোঃ নূর উদ্দিন,আমি খুলনা "ম্যানগ্রোভ ইনষ্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি" পলিটেকনিক থেকে এসেছি। অল্প কিছুদিনের যাত্রা আমার এই "ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড" এর সাথে, মাত্র ৩ মাসের যাত্রা, আমি এই অল্প কিছু দিনে অনেক কিছু শিখতে পেরেছি এবং অনেক সুযোগ-সুবিধা পেয়েছি এই প্রতিষ্ঠান থেকে। আমি অবশেষে একটি কথাই বলতে চাই, জানাই আমাদের ই.ডি. স্যারকে। উনি একজন মোটিভেশন স্পিকার, উনার মূল্যবান কথাগুলো শুনে আমি নিজে মোটিভেট হয়ে গিয়েছি। এখানে আমাদের প্রোগ্রামের একটি অংশ শেষ হয়ে গিয়েছে, দ্বিতীয় অংশ শুরু হয়েছে, তারপরও উনি এসে আমাদেরকে বলতেছে যারা যারা এখনো তোমরা বক্তব্য দায় নাই।তারা এখানে এসে কথা বলে যাও, নিজেদের যোগ্যতা অর্জন করে যাও, আমাদেরকে শেষ পর্যায়েও তারা শেখানোর চেষ্টা করতেছে। এটাই স্যারের কাছ থেকে আমাদের অনেক বড় পাওয়া, নতুন করে ধন্যবাদ জানানোর কিছুই নেই স্যারকে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে নিজের ছোট ভাইয়ের মতো এরকমভাবে আমাদেরকে আদর-স্নেহ করে শিক্ষা দেওয়ার জন্য ধন্যবাদ স্যারকে এবং সকল শিক্ষকবৃন্দুদেরকে জানাই ধন্যবাদ।