Recent Photo Gallery


সিলেট সিটি কর্পোরেশন নগরের চৌহাট্টা চালু করেছে, ভোলানন্দ উত্তরণ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, এই প্রতিষ্ঠান পাঁচ বছর পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন, ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড, গতকাল ৩ই ডিসেম্বর রবিবার সিলেটের সিটি কর্পোরেশন মেয়র জনাব আরিফুল হক চৌধুরী এবং ই-লার্নিং এন্ড আর্নিং লি, এর চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) মোঃ আশিকুর রহমান, MoU সই করেন।

স্থানীয় যুবাদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আর্ন্তজাতিক সেবা সংস্থা সুইসকন্ট্যাক্ট ও শেভরনের ‘বাংলাদেশ পার্টনারশীপ ইনিশিয়েটিভ-বিপিআই’ এর অধীনে উত্তরণ প্রকল্পে ভোলানন্দ উত্তরণ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়।

প্রশিক্ষণ কেন্দ্রটির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

"ই-লার্নি এন্ড আার্নিং"-এর অফিস পরিদর্শন, ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তার গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেন।
Workplace Skills Development Academy New Zealand (WSDA)- র ম্যানেজার, সাদিয়া ইসলাম ও (WSDA-র অন্যান্য ব্যক্তিবর্গ ।
দেশের অন্যতম সফলতম তরুন উদ্যোক্তা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী এবং ই-লার্নিং এন্ড আর্নিং লি. এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জনাব মাসুদ আলম সামাজিক ক্ষেত্রে অনন্যসাধারণ অবদানের স্বীকৃতি সরূপ 'যুব উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে অসাধারণ অবদান' ক্যাটাগরিতে "শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২২" পুরস্কারে ভূষিত হয়েছেন।

Managing Director's Program

ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড থেকে কর্পোরেট ব্যাচের
Cisco-CCNP Training এর নতুন ব্যাচ শুরু হলো Army - AITSO সেন্টারে । প্রশিক্ষণ চলাকালীন সময় কিছু ছবি।


শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট থেকে
গ্রাফিক্সের ছাত্র-ছাত্রীরা ইন্ডাস্ট্রিয়াল ভিজিট করেছে "ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড" অফিস।